হোম > সারা দেশ > ঢাকা

এবার র‍্যাব সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিহতের ঘটনায় তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে এবার র‍্যাব সদর দপ্তরে গেলেন বুয়েটের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার বেলা ৩টার দিকে বুয়েটের একটি বাসে করে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে প্রবেশ করেন। গতকালের মতো প্রায় ৩০ জনের একটি দল র‍্যাবের তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে যান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোড ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ফারদিনের মৃত্যুর ঘটনা তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখেন। প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে বের হয়ে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘তদন্তে পাওয়া ফাইন্ডিংস তারা আমাদের দেখিয়েছে। আমাদের কাছে আলামতগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এগুলোর পেছনে তারা বেশ অ্যাফোর্ড দিয়েছে। তবে কিছু কিছু বিষয়ে গ্যাপ আছে। তারা আরও কাজ করবে বলে আশ্বাস দিয়েছে।’ 

আলামত যা দেখেছেন, সেগুলো যথেষ্ট বলে মনে করেন কি না—জানতে চাইলে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছে শতভাগ তো করা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কাজ করবে। আমাদের যে পয়েন্টগুলো ছিল আমরা বলেছি। তারা এটা নিয়েও কাজ করবে।’ 

সর্বশেষ সিদ্ধান্ত কী নেবেন জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিজেরা আলোচনা করে জানাব। তাদের কথা ও চেষ্টা প্রাসঙ্গিক মনে হয়েছে।’ 

আপনারা তথ্য-প্রমাণে সন্তুষ্ট কি না জানতে চাইলে বলেন, ‘আমরা তাদের চেষ্টায় সন্তুষ্ট, অনেকটা আশ্বস্ত। ডিবির সহযোগিতায় আমরা আশ্বস্ত। আমরা তাদের কাজ ও অগ্রগতিতে সন্তুষ্ট। তারা অনেক কাজ করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।’

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন