হোম > সারা দেশ > ঢাকা

নাসির উদ্দীনসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ, বিকালে তোলা হবে আদালতে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আবাসন ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দায়ের করা গোয়েন্দা পুলিশের মাদক আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে তাদের আদালতে তোলা হবে।

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির সাভার থানায় দায়ের করা মামলায় আবাসন ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিমানবন্দর থানায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলার বাকি তিন আসামি হলেন-লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

মামলার বাদী ডিবি গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার আজকের পত্রিকাকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ধরনের মদ পাওয়া গেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। দুপুর সাড়ে ১২টায় জানান, এখনো আসামিরা ডিবি কার্যালয়ে আছে। দুইটার দিকে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গত রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট