হোম > সারা দেশ > ঢাকা

চাকরি স্থায়ী করার দাবি গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী কর্মচারীদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপূর্ত অধিদপ্তরের অধীনে কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা জানিয়েছেন কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, আশ্বাস দিয়েও তাঁদের দাবি পূরণ করা হচ্ছে না। তাঁদের ওপর অত্যাচার করে তাঁদের নামে মামলা দিয়েই গ্রেপ্তার করানোর পাঁয়তারা চালাচ্ছে গণপূর্তের একটি চক্র। উপস্থিত কর্মচারীরা দাবি করেন, গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে তাঁরা দীর্ঘ ১৫-২০ বছর বা তারও অধিক সময় ধরে কর্মরত। কিন্তু তাঁদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

দৈনিক হাজিরাভিত্তিক কাজ করা কর্মচারীদের পক্ষ থেকে মনির হোসেন শোভন বলেন, ‘এই পয়সা দিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। হাড়ভাঙা পরিশ্রম করেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি।’

দৈনিক ভাউচারভিত্তিক মজুরিতে নিয়োগ ব্যক্তিদের একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাঁকে রাজস্ব খাতে আনয়নের নীতিমালা রয়েছে বলে উল্লেখ করেন মনির। তিনি বলেন, ‘ইতিপূর্বে হাইকোর্টের রায়ের আলোকে আমাদের ১ হাজার ৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকরিতে স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আমাদের চাকরির বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস