বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে বিমানবাহিনীর বিদ্রোহের ঘটনায় সামরিক আদালতে ৮৮ জনকে দেওয়া সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের মধ্যে ওই সময় চাকরিচ্যুতদের স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত পদোন্নতি দেখিয়ে বেতন-ভাতাসহ পেনশনের সুবিধা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের কেন নির্দেশে দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
৮৮ জনের করা এসংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন আইনজীবী মতিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।