হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ শতাধিক র‍্যাব-পুলিশ মোতায়েন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম। 

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। 

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র‍্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র‍্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। 

র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।’

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি