হোম > সারা দেশ > ঢাকা

আল-আরাফাহ্‌ ব্যাংকের ৫৪৭ কর্মকর্তাকে ‘বেআইনিভাবে’ চাকরিচ্যুত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি তাদের স্থায়ী-অস্থায়ী প্রায় সাড়ে পাঁচ শ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারানো কর্মকর্তাদের অভিযোগ, সম্পূর্ণ আইনবহির্ভূতভাবে এবং তাঁদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগের জন্যই এ চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন চাকরিচ্যুত ওই ব্যাংক কর্মকর্তারা। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছে নিজ শাখায় স্বপদে বহাল রাখাসহ ৭ দফা দাবিও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৬৪ জেলার বিভিন্ন শাখায় কর্মরত ৫৪৭ জনকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২০ জুলাই ই-মেইল পাঠিয়ে আমাদের একসঙ্গে চাকরিচ্যুত করে ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের বেশির ভাগ কর্মকর্তার চাকরির বয়স ৩-৪ বছর। চাকরিকালে আমাদের ওপর অর্পিত সব দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করেছি। অথচ চাকরিচ্যুতির জন্য কোনো যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অজুহাতে আমাদের অপসারণ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন খুলনা জোন থেকে আসা আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা (ক্যাশ) আরিফা খাতুন।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম থেকে আসা চাকরিচ্যুত কর্মকর্তা (ক্যাশ) মোস্তাফিজুর রহমান ও ফরহাদ হোসেন; বরগুনার পাথরঘাটা থেকে আসা ব্যাংক কর্মকর্তা মাইনুল ইসলাম ও রুবাইয়া আমিন; ভোলা ব্রাঞ্চ থেকে আসা চাকরিচ্যুত কর্মকর্তা (ক্যাশ) রেজাউল করিম প্রমুখ।

বিশেষ স্বার্থে তাঁদের পদের বিপরীতে নতুন নিয়োগের প্রচেষ্টা চলছে বলেও এ সময় অভিযোগ করেন তাঁরা।

ব্যাংক কর্মকর্তারা বলেন, ‘নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত বা চাকরিচ্যুত করা যাবে না। আমাদের অপসারণ নীতি অনুসারে সম্পূর্ণ বেআইনি। বেআইনিভাবে চাকরিচ্যুতির ফলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এজন্য চাকরিচ্যুত সব কর্মকর্তাকে স্বপদে নিজ শাখায় বহাল করাসহ ৭টি দাবি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি।’

দাবিগুলো হচ্ছে:

  • সব চাকরিচ্যুত কর্মকর্তাকে স্বপদে নিজ শাখায় বহাল করতে হবে।
  • সবার ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে।
  • প্রবেশন পিরিয়ডে থাকা চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে তাঁদের যথাসময়ে স্থায়ী করতে হবে।
  • চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
  • সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে।
  • সবাইকে অতীতের মতো সব সুযোগ-সুবিধা দিতে হবে।
  • ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক