গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে শামসু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেত ঝুড়ি গ্রামের ফুটবল খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শামসু মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের বেত ঝুড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, বেত ঝুড়ি ফুটবল খেলার মাঠের পাশ দিয়ে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন চলে গেছে। সেই লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। বৃদ্ধ শামসু মিয়া গরু চড়াতে গিয়ে অসাবধানতার বসে বৈদ্যুতিক ওই তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাওনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ শামসু মিয়া মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মাঠের পাশে ঝোপঝাড় থাকায় কেউ তার ছিঁড়ে থাকার বিষয়টা লক্ষ্য করেনি। যার কারণে বৃদ্ধ মানুষটির মৃত্যু হয়েছে।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহমেদ শাহ আল জাবেদ বলেন, ‘রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সকাল থেকেও বৃষ্টি, যার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে থাকার বিষয়টি জানতে পারিনি। স্থানীয়রা তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি জানায়নি।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’