হোম > সারা দেশ > গোপালগঞ্জ

এসএসসিতে গণিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম প্রিন্স হাসান মাহাতী (১৭)। 

আজ রোববার ফলাফল ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের মোহাম্মদ পাড়ায় বড় বোন বৈশাখী বেগমের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। 

শিক্ষার্থী প্রিন্স হাসান মাহাতী গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শরীফ মহসিন আলী বেল্টুর ছেলে। সে এ বছর মেরী গোপীনাথপুর খন্দকার শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

গোপালগঞ্জ সদর থানার এসআই বিপ্লব কুমার দাস ঘটনার এসব তথ্য নিশ্চিত করেন। 

বিপ্লব কুমার দাস বলেন, ‘প্রিন্স হাসান মাহাতী এসএসসি পরীক্ষা দিয়ে কিছুদিন আগে গোপালগঞ্জ শহরের মোহাম্মাদ পাড়া এলাকায় সোনালি স্বপ্ন একাডেমির পাশে বড় বোন বৈশাখী বেগমের ভাড়া বাসায় বেড়াতে আসে। রোববার বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সে গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে মনের কষ্টে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ 

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে