হোম > সারা দেশ > ঢাকা

তমা কনস্ট্রাকশনে ডাকাতি, বাকি মাল লুটের জন্য দিয়ে গেল ফোন নম্বর

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণকাজের সরঞ্জাম ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩০-৩৫ জন লুটেরা বাঁশেরপুল বার্জার পেইন্টের পেছনে তমা কনস্ট্রাকশনের ক্যাম্প ও বাসভবনে এ ডাকাতি হয়। 

এ সময় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত যানের ১৮টি ব্যাটারি, নানা যন্ত্রাংশ ও মালামাল ডাকাতি হয়েছে। 

এ সময় এনামুল নামে একজন নির্মাণশ্রমিককে বেধড়ক মারধর করে ডাকাত দল। আজ বুধবার রাতে একইভাবে বাকি মালামাল ডাকাতি করার হুমকিও দেয় ডাকাত দল। পরে আহত এনামুলকে ডাকাত দলের একজন মোবাইল নম্বর (০১৯০৯-৬৪৯৫১৩) দিয়ে যায়। এর মধ্যে কেউ বা কোনো দল মালামাল নিতে আসলে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়। 

এ ঘটনায় ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ফোন করে কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা পাননি। এ অবস্থায় তমা গ্রুপ ও ঢাকা সড়ক বিভাগ চরম বিপাকে রয়েছে। 

এ বিষয়ে তমা গ্রুপের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ও ম্যানেজার মো. সেলিম বলেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ২৫ হাজার টাকা মূল্যের ১৮টি ব্যাটারি, লোহার রড ও এঙ্গেল ৩ টন, ঢালাইকাজে ব্যবহৃত শিট ও নানা যন্ত্রাংশ মিলে প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে ডাকাত দল। এখন পুলিশ নিয়েছে কর্মবিরতি, সেনাবাহিনীকে ফোন করেও সহায়তা পাইনি।’ 

এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদুল্লাহ বলেন, ‘বিষয়টি খুবই মারাত্মক। এ মুহূর্তে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে জরুরি ভিত্তিতে। তবে দ্রুত প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা শুরু করা উচিত।’ 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। ঊর্ধ্বতনদের নির্দেশে পুলিশ কাজে যোগদান করলে বিষয়টি দেখা যাবে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ