হোম > সারা দেশ > ঢাকা

তমা কনস্ট্রাকশনে ডাকাতি, বাকি মাল লুটের জন্য দিয়ে গেল ফোন নম্বর

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণকাজের সরঞ্জাম ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩০-৩৫ জন লুটেরা বাঁশেরপুল বার্জার পেইন্টের পেছনে তমা কনস্ট্রাকশনের ক্যাম্প ও বাসভবনে এ ডাকাতি হয়। 

এ সময় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত যানের ১৮টি ব্যাটারি, নানা যন্ত্রাংশ ও মালামাল ডাকাতি হয়েছে। 

এ সময় এনামুল নামে একজন নির্মাণশ্রমিককে বেধড়ক মারধর করে ডাকাত দল। আজ বুধবার রাতে একইভাবে বাকি মালামাল ডাকাতি করার হুমকিও দেয় ডাকাত দল। পরে আহত এনামুলকে ডাকাত দলের একজন মোবাইল নম্বর (০১৯০৯-৬৪৯৫১৩) দিয়ে যায়। এর মধ্যে কেউ বা কোনো দল মালামাল নিতে আসলে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়। 

এ ঘটনায় ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ফোন করে কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা পাননি। এ অবস্থায় তমা গ্রুপ ও ঢাকা সড়ক বিভাগ চরম বিপাকে রয়েছে। 

এ বিষয়ে তমা গ্রুপের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ও ম্যানেজার মো. সেলিম বলেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ২৫ হাজার টাকা মূল্যের ১৮টি ব্যাটারি, লোহার রড ও এঙ্গেল ৩ টন, ঢালাইকাজে ব্যবহৃত শিট ও নানা যন্ত্রাংশ মিলে প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে ডাকাত দল। এখন পুলিশ নিয়েছে কর্মবিরতি, সেনাবাহিনীকে ফোন করেও সহায়তা পাইনি।’ 

এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদুল্লাহ বলেন, ‘বিষয়টি খুবই মারাত্মক। এ মুহূর্তে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে জরুরি ভিত্তিতে। তবে দ্রুত প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা শুরু করা উচিত।’ 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। ঊর্ধ্বতনদের নির্দেশে পুলিশ কাজে যোগদান করলে বিষয়টি দেখা যাবে।’

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে