হোম > সারা দেশ > ঢাকা

জেসিআই ঢাকা মেট্রোর প্রেসিডেন্ট শরিফুল, সেক্রেটারি মুস্তাকিম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা মেট্রো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল মুস্তাকিম হাসান।

গতকাল মঙ্গলবার ঢাকার বনানীর জেসিআই বাংলাদেশ অফিসে ২০২৪ সালের জন্য নতুন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়। জেসিআই ঢাকা মেট্রো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

১৯১৫ সালে প্রতিষ্ঠিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সারা বিশ্বের ১২৪টি দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। বাংলাদেশে এর সদস্য সংখ্যা ৬০০০ এরও বেশি। এই সদস্যরা একত্রে কাজ করছেন কমিউনিটি ও দেশের উন্নয়নে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে কর্মরত মো. শরিফুল ইসলাম এই বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। বোর্ডের অন্য সদস্যরা হলেন বাংলালিংক–এর করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান তৌহিদ আহমেদ এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা আনন্দ কুটুম লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন। বোর্ডে ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ, ব্যবসায়ী ব্যক্তিত্ব বেলাল মুন্না, যোগাযোগ কর্মকর্তা তানজিম ফেরদৌস এবং গবেষক নাইম আরেফিন। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদ্যোক্তা মুস্তাকিম হাসান। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সায়েদ মঞ্জুরুল হক রনি (জেনারেল লিগ্যাল কাউন্সেল), বিশ্বজিত কুমার পাল (ট্রেজারার), ওয়াহিদা জামান সিথি (ট্রেইনিং কমিশনার), এবং এলাহি শুভ (এক্সেকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য এলপি)।

পরিচালকদের মধ্যে রয়েছেন—ইমরান হোসেন, রায়হান মাসুদ, অপরাজিতা সঙ্গীতা, আলম পিন্টু, তৌফিক হাসান, দিস ইসলাম রাজ, শাহাদাত হোসেন দীপ্ত, এবং এটিএম রাহাত মোহাম্মাদ।

ইমরান কাদির, ২০২৪ জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট, এসএম নভীর সাদ আকাশ, জেসিআই বাংলাদেশ বিডিসি চেয়ারপারসন, সানামা ফয়েজ, ২০২৩ জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ ন্যাশনাল গভর্নিং বডির সদস্য এবং জেসিআই ঢাকা মেট্রোর সদস্যরা বোর্ড গঠন অনুষ্ঠানে যোগ দেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন