হোম > সারা দেশ > ঢাকা

আদালত প্রাঙ্গণে জঙ্গি ছিনতাই: ছয় মাসের পরিকল্পনা, মূল সমন্বয়কারী এক জঙ্গির স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জঙ্গি ছিনতাই পরিকল্পনা ও ছিনতাইয়ের পর তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শিখা (৩১) ও হুশনা আক্তার।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজনের বিষয় নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যা জানতে পেরেছে তার বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রায় ছয় মাসের পরিকল্পনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ও মো. আবু সিদ্দিক সোহেলকে। এই ছিনতাই মিশনের মূল সমন্বয়কারীর কাজ করেছেন ফাতিহা তাসনিম শিখা। এই শিখা ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির একজন সোহেলের স্ত্রী।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক গত বছরের নভেম্বরে আদালতের কার্যক্রম শেষে পুলিশের ওপর আক্রমণ করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। শিখা এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা জঙ্গি ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয়ের উদ্দেশ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলায় একাধিক ‘আনসার হাউস’ ভাড়া নেন। সেখানে আনসার আল ইসলামের শীর্ষ এবং সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান, শিখাসহ অনেকেই আনসার আল ইসলাম সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করতেন। 

গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার প্রায় ছয় মাস আগে থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সিজেএম কোর্টে হাজিরা দেওয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পরিকল্পনার সমন্বয়ক হিসেবে শিখাকে দায়িত্ব দেওয়া হয়। পরে ঘটনার দিন তিনি সিএমএম কোর্ট এলাকায় এসে পৌঁছে কৌশলে তাঁর বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেওয়া মশিউর রহমান আরমানসহ আনসার আল ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেন। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করার আশাবাদ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান