হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ‘ব্যর্থতার’ প্রতিবাদে মশারি মিছিল করল গণ অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও দুই সিটি করপোরেশন ‘সম্পূর্ণভাবে ব্যর্থ’ হয়েছে জানিয়ে রাজধানীতে ‘মশারি মিছিল’ করেছে গণ অধিকার পরিষদ। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। 

মশারি মিছিলপূর্ব সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য প্লেনে উড়ে সিঙ্গাপুর যায়। ঢাকার দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ, কিন্তু তাদের পদত্যাগ চেয়ে লাভ নাই কারণ তারা জনগণের ভোটে মেয়র হয়নি।’ 

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘একটা ডাব কিনতে ২০০ টাকা লাগে, শেখ হাসিনার তো আর ডাব কিনে খেতে হয় না, জনগণ যে কষ্টে আছে সেটা তারা বুঝবে না। দেশে-বিদেশে সব জায়গায় এই সরকারকে ভোট চোর বলে মানুষ। গত দুইটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।’ 

সভাপতির বক্তব্যে দলের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘সিটি করপোরেশন ভুয়া কোম্পানি থেকে মশার ওষুধ কিনছে। সেই জালিয়াতি ঢাকতে আবারও জালিয়াতি করছে। এরা বাটপার, প্রতারক, ভুয়া। এরা জনগণের জন্য কিছু করবে না। এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা একটা একটা করে সব সমস্যার সমাধান করব।’ 

নুর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা বারবার অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না করে, বিদেশিরা নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেবে। নিষেধাজ্ঞার ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে।’

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট