রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা আন্দোলনে শটগানের গুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা রেজাউল করিম অনিক জানান, বিকেলে যাত্রাবাড়ী শনির আখড়া রোডের ফলপট্টির সামনে সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি করে। তখন ওই যুবক গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। নিহত ওই যুবক রিকশাচালক ছিল। ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিল। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মুখমণ্ডলে ও হাতে শটগানের গুলি আছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর পরনে ছিল কালো গোল গলার গেঞ্জি ও চেক লুঙ্গি।
আরও পড়ুন—
দফায় দফায় সংঘর্ষের পর রণক্ষেত্র শনিরআখড়া, টোল প্লাজায় আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ