হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ করে সামনে চলে আসে ঘোড়াটি, এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা প্রাইভেট কারের

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঘোড়াটিকে বাগে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় সার্ভিস লেনে একটি প্রাইভেট কার দুর্ঘটনার মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ঘোড়া উঠে আসে এবং গাড়ির সামনে দৌড়াতে শুরু করে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেন। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, সড়কে হঠাৎ ঘোড়া চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। সৌভাগ্যবশত এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। অথচ এই আধুনিক এক্সপ্রেসওয়েতে ঘোড়ার অবাধ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘোড়ার অনিয়ন্ত্রিত উপস্থিতিতে ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট ও আতঙ্ক।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল সন্ধ্যায় একই এলাকায় ফেরিঘাটের কাছে এক্সপ্রেসওয়েতে উঠে আসে একটি ঘোড়া। মহাসড়কে এলোমেলোভাবে দৌড়াতে থাকায় পরিবহনচালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘোড়াটিকে সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত