হোম > সারা দেশ > ঢাকা

‘টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এমন রাষ্ট্র চাইনি’

সাভার (ঢাকা) প্রতিনিধি 

জাবি শিক্ষার্থী সোহাগী সামিয়া। ছবি: আজকের পত্রিকা

টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এ রকম রাষ্ট্র আমরা কখনোই চাইনি বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংগঠক সোহাগী সামিয়া।

আজ বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শ্রদ্ধা জানানো শেষে ৫৫তম স্বাধীনতা দিবসের প্রত্যাশা জানতে চাইলে ছাত্র ফ্রন্টের এই নেত্রী এসব কথা বলেন।

সোহাগী সামিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে সমাজতন্ত্র নিয়ে সমাজতন্ত্রের পক্ষের মানুষের ব্যাপক লড়াই ছিল। মানুষ প্রত্যাশা করেছিল, আমাদের যে নতুন রাষ্ট্র তৈরি হবে, সেটা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে। বৈষম্যহীন, শ্রেণিবৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ হবে।

৫৫ বছর পরে এসে এতগুলো শাসকগোষ্ঠীর পালাবদল হলো, ক্ষমতার এতগুলো রদবদল হলো, কোনো শাসকগোষ্ঠী আসলে বৈষম্যহীনতার কথা, শোষণমুক্তির কথা, শোষণহীন বাংলাদেশের কথা কিংবা সমাজতন্ত্রের কথা এখন পর্যন্ত বলেনি। যার কারণে আমাদের দেখতে হচ্ছে, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার বেসরকারীকরণের খাতে চলে গেছে।’

সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

ছাত্র ফ্রন্টের এই নেত্রী বলেন, ‘যার ফলে হয়েছে, যার ভালো টাকা আছে, সে ভালো পড়াশোনা করতে পারছে। যার ভালো টাকা আছে, সে ভালো চিকিৎসা নিতে পারছে। কিন্তু এই রকম রাষ্ট্র আমরা চাই নাই। টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এই রকম রাষ্ট্র আমরা কখনোই চাইনি।’

সোহাগী সামিয়া বলেন, ‘শোষণমূলক রাষ্ট্র ছিল পাকিস্তান আমলে। সেই পাকিস্তান আমলের শোষণমূলক রাষ্ট্র আমরা ভেঙে নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের যারা মুক্তিকামী মানুষ রয়েছে, সমাজতন্ত্রের পক্ষের মানুষ রয়েছে, তারা আমরা আমাদের সেই সংগ্রাম ও লড়াই চালিয়ে যাব।’

ছাত্র ফ্রন্টের নেত্রী আরও বলেন, ‘যে মুক্তিযুদ্ধ আমাদের দেশের মানুষ ৯ মাসব্যাপী করেছিল, তাদের মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা ছিল, সেটার প্রতিফলন ঘটেছে আমাদের সংবিধানের মধ্যে। অনেকে এই সময় দাঁড়িয়ে বলতে চাচ্ছেন, এটা মুজিববাদের সংবিধান, আওয়ামী লীগের সংবিধান; কিন্তু বিষয়গুলো আরও স্পষ্ট করে বোঝা দরকার। সংবিধানটা আওয়ামী লীগের কিংবা মুজিববাদের ছিল না, সংবিধানটা ছিল জনমানুষের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার