হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় ৭টি অস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৮ (র‍্যাব) এর একটি দল। এ ঘটনায় আজ মঙ্গলবার পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত সোমবার দুপুর দেড়টার দিকে পাংশার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মো. ইমরান মিয়ার (২২) বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—দেশীয় ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও শটগানের ৩টি কার্তুজ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখার অপরাধে মো. ইমরান মিয়া (২২) ও তাঁর পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়ার (৫০) বিরুদ্ধে অস্ত্র আইন—১৮৭৮ এর ১৯এ ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাঁরা আগে থেকেই পলাতক। 

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মো. ইমরান মিয়াকে প্রধান আসামি ও পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়াকে আসামি করে ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব। মামলা নম্বর-১১।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট