হোম > সারা দেশ > ঢাকা

বাসে ঈদযাত্রা: অনলাইনে টিকিট নেই, কাউন্টারে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহার বাকি মাত্র পাঁচ দিন। বাসে ঈদে ঘরমুখী মানুষের চাপ এখনো নেই। নেই অনলাইনে দূরপাল্লার বাসের টিকিট। বাস কাউন্টারে টিকিট মিললেও বাড়তি দাম গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

গতকাল সোমবার রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল—সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও কল্যাণপুরে বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে এমন তথ্য জানা গেল। যাত্রীদের অভিযোগ, ঈদের সময় টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বাসমালিকেরা বাড়তি মুনাফার ফন্দি করেন। এবারও এর ব্যতিক্রম নয়। তবে বাস কাউন্টারের কর্মীদের দাবি, ঈদযাত্রার সময় ঢাকায় ফিরতি পথে যাত্রী পাওয়া যায় না। সেটা পুষিয়ে নিতে দাম সামান্য বাড়ানো হয়।

ঈদুল আজহার সরকারি ছুটি ১৬ থেকে ১৮ জুন। তবে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী বৃহস্পতিবার থেকেই ঈদযাত্রা শুরু হবে। বাস কোম্পানিগুলো বলছে, ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অভিযোগ উঠেছে, এই তিন দিনের বাসের টিকিটের দামও বেশি। দূরত্ব ও বাসভেদে টিকিটপ্রতি  বাড়তি আদায় করা হচ্ছে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

গতকাল সায়েদাবাদ থেকে ফরিদপুরে যেতে বাস খুঁজছিলেন শান্ত ইসলাম। গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে তিনি বলেন, টিকিটের দাম ১০০ টাকা বেশি চাইছে।

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের একটি কাউন্টারের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল রুটে টিকিটের দাম ৫০০ থেকে বেড়ে ৬৫০ টাকা হয়েছে। ঈদের সময় ঢাকা থেকে যাত্রাকালে ৩৬ জন যাত্রী পাওয়া গেলেও ফেরার সময় কখনো কখনো দুজনও পাওয়া যায় না। তাই খরচ পোষাতে দাম সামান্য বাড়াতে হয়।

বাসের টিকিটের বেশি সংকট উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যের। অনলাইনে টিকিট নেই। কাউন্টারে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুকিং দিতে হচ্ছে। অনলাইনে নওগাঁর টিকিট না পেয়ে গতকাল একটি এসি বাসের কাউন্টারে এসে টিকিট বুকিং দেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজের ছাত্রী মাহবুবা বিথী। তিনি বলেন, ১ হাজার টাকার টিকিটের জন্য দিতে হলো ১ হাজার ৮০০ টাকা।

মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে জানা যায়, এখান থেকে যেসব বাস ছাড়ে, সেগুলোর টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা নেই। ঈদের সময়েও বাস ছাড়ার আগে কাউন্টার থেকে টিকিট কিনতে হয়। ভাড়া দিতে হয় সাধারণ সময়ের চেয়ে বেশি।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট