হোম > সারা দেশ > ঢাকা

নারকেল গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র ছিল। আজ শনিবার সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে। 

স্থানীয়রা বলছে, রাশেদুলের ইচ্ছার বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে তাকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে গাছে উঠতে পারে না বলে জানা যায়। গাছে ওঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়দের ধারণা। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পরপরই নিহতের বাবা মাহবুবুর রহমান মরদেহ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান। 

বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান বিরুদ্ধে। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি সকলের সামনে আসে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এস ই) সাইদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজের খুলনা জেলায় তার বাড়িতে নিয়ে গেছে।’ 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১