হোম > সারা দেশ > ঢাকা

নারকেল গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র ছিল। আজ শনিবার সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে। 

স্থানীয়রা বলছে, রাশেদুলের ইচ্ছার বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে তাকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে গাছে উঠতে পারে না বলে জানা যায়। গাছে ওঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়দের ধারণা। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পরপরই নিহতের বাবা মাহবুবুর রহমান মরদেহ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান। 

বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান বিরুদ্ধে। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি সকলের সামনে আসে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এস ই) সাইদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজের খুলনা জেলায় তার বাড়িতে নিয়ে গেছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির