হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীকে নৌকার আদলে খাট উপহার দিয়ে পেলেন ঘর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি। 

আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’ 

স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’ 

ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’

উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯