হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সদরপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ খান। ছবি: আজকের পত্রিকা।

ফরিদপুরের সদরপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব খোকন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খান (১৯) সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খানের ছেলে। তিনি সদরপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের সহপাঠী বায়েজিদ হাসান বলেন, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লাগে। এ সময় আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব খোকন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে