হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ শনিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তারাবো এলাকায় সিকদার অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কারখানায় কর্মরত শ্রমিকেরা জানায়, রাত পৌনে ৯ টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পায় তাঁরা। আতঙ্কে দ্রুত বেরিয়ে যায় শ্রমিকেরা। এরপরেই আগুনের লেলিহান শিখা দেখতে পায় সকলে। প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় শ্রমিকেরা। ততক্ষণে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

কারখানার এক কর্মকর্তা জানান, আমাদের কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কর্মরত। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিনে প্রথমে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। পরে বাকি ইউনিটদেরও খবর দেওয়া  হয়। তিনতলা কারখানাটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পরেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।

 

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ