চাঁদাবাজি ও হত্যার ভয় দেখানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন শাকিব। আদালত আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও শাকিব খানের আইনজীবী মিজানুর রহমান মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ওই প্রযোজকের নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ মামলাটি না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। এরপর শাকিব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান অভিযোগ জানাতে।