হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘গোপালগঞ্জ নামে হয়তো বাংলাদেশে কোনো জেলা থাকবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘গোপালগঞ্জ নামে হয়তো বাংলাদেশে কোনো জেলাই থাকবে না। এই গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ। আমাদের নেত্রী খালেদা জিয়া বগুড়া নিয়ে বড়াই করেন নাই। তারেক রহমান বগুড়া, নোয়াখালী, ফেনী নিয়ে বড়াই করেন নাই।’ শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ সিদ্দিকী বলেন, ‘আজকের দিন আমাদের আনন্দের দিন, গর্বের দিন, সৌভাগ্যের দিন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন। এই দিনটিকে নিয়ে আমরা অনেক গর্ব করি। কিন্তু একসময় এই দিনটি এলে আমরা উৎসব করতে পারতাম না। আওয়ামী লীগ সরকারে থাকাকালীন ১৫ আগস্ট এলে সরকার আমাদের দিকে বিশেষ নজর দিয়ে রাখত। যাতে আমরা ঘর থেকে বের হতে না পারি। দলীয় কোনো কর্মকাণ্ড পালন না করতে পারি। অথচ আজ তারাই নেই। দেশ ছেড়ে পালিয়েছে।’

মির্জাপুর বাইপাসসংলগ্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আরিফ।

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা