টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের শামস উদ্দিনের ছেলে।
এলেঙ্গা-মধুপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।