হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির সাবেক কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদের খোঁজে দুদক

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।

সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।

খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ