হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির সাবেক কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদের খোঁজে দুদক

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।

সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।

খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২