বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
আদালত বলেছেন, ‘ডেথ রেফারেন্সের সঙ্গে এই জেল আপিল শুনানি হবে।’
এর আগে গত ৬ জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠাতে হয়। এ ছাড়া দণ্ডিত আসামিরা ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন। হাইকোর্টের রায়ের পর সংক্ষুব্ধরা আপিল বিভাগে আবেদন করার সুযোগ পান। এরপর আইনি প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে রিভিউ করতে পারেন সংক্ষুব্ধরা।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যা মামলায় গত ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।