হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্ট সংশোধন সুযোগের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। 

মানববন্ধনে বক্তারা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল না থাকায় শিক্ষা, কাজ বা ভ্রমণের জন্য বিদেশে যেতে না পারা সহ নানান সমস্যায় ভুগছেন তারা। অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরেও এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষা করেও সংশোধন করা যাচ্ছে না। এর ফলে স্কলারশিপ বা কাজের জন্য দেশের বাইরেও যাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়। 

বক্তারা আরও বলেন, ‘অনেকেই জাতীয় পরিচয়পত্রের আগেই জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্ট করেছেন। স্কুলের সার্টিফিকেট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ ঠিক করা হলেও তার সঙ্গে পাসপোর্টের মিল নেই। গত কয়েক বছর যাবৎ ভুক্তভোগীরা সংশোধন করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় তাদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবন যাপন জটিল হয়ে পড়ছে। অবিলম্বে সংশোধনী চালু করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করার দাবি জানান বক্তারা। 

সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জোবায়েত, সহসভাপতি মিলন হোসেনসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা। 

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এক বাসায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে