প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চক্রের সদস্য ও পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের সহকারী কমিশনার (এসি) আবু তালেব।
এসি আবু তালেব জানান, আজ শুক্রবার অনুষ্ঠিত প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চক্রের কয়েকজন সদস্য ও পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আগামীকাল রোববার এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।