হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার আজকের পত্রিকাকে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক