হোম > সারা দেশ > ফরিদপুর

বিএনপি নেত্রী শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁর অনুসারীরা। আজ মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা এই দাবিতে বিক্ষোভ করেন।

এর আগে গত ২১ আগস্ট নগরকান্দা উপজেলা সদরে শামা ওবায়েদের গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় বিএনপির এই নেত্রীকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখসহ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী মোনজিলা বেগম।

এর প্রতিবাদে আজ সকালে উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের শামা ওবায়েদপন্থী নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর নামে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে। এ সময় বক্তারা শামা ওবায়েদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির