হোম > সারা দেশ > ফরিদপুর

বিএনপি নেত্রী শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁর অনুসারীরা। আজ মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা এই দাবিতে বিক্ষোভ করেন।

এর আগে গত ২১ আগস্ট নগরকান্দা উপজেলা সদরে শামা ওবায়েদের গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় বিএনপির এই নেত্রীকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখসহ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী মোনজিলা বেগম।

এর প্রতিবাদে আজ সকালে উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের শামা ওবায়েদপন্থী নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর নামে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে। এ সময় বক্তারা শামা ওবায়েদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩