হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার অনেক পুলিশ বক্সে পুলিশ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।

এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’

রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।

গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।

গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।

এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।

মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।

জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ