হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। সে টোকাইয়ের কাজ করে। পরে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। 

আজ শনিবার দুপুরে নয়াপল্টন হক বে গাড়ির শোরুমের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সানির দুই হাত ও দুই পায়ে ককটেলের স্প্রিন্টারের আঘাত লাগে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘ককটেল বিস্ফোরণে আহত সানিকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই কিশোর ভাঙারি টোকায়। ঘটনাস্থলে ভাঙারি টোকানোর সময় একটি শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। এতে সানির ডান হাতের তালু ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বাম হাত ও দুই পায়ে সামান্য স্প্লিন্টারের আঘাত লাগে। 

হাসপাতালে আহত সানি জানায়, ‘তার বাবার নাম টিটু মিয়া। বাড়ি চট্টগ্রামে। তবে নয়াপল্টন ও কাকরাইল এলাকায় ভাসমান অবস্থায় থাকে। ভাঙারি কুড়িয়ে বিক্রি করে। আজকে নয়াপল্টন এলাকায় ভাঙারি টোকাতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। ব্যাগে হাত ঢুকাতেই দুটি ককটেলের বিস্ফোরণ হয়।’ 

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে এক কিশোর আহত হয়েছে। সে টোকাই। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির