হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বিষধর সাপের কামড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবক জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে স্বপন চক্রবর্তী (৩৫)। তিনি অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাঁকে সাপে কামড় দেয়। পরে কবিরাজের খোঁজাখুঁজি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত স্বপনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে সাপে কামড়ায়। পরে স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, এব্যাপারে আমি অবগত নই।’ 

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা