হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বিষধর সাপের কামড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবক জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে স্বপন চক্রবর্তী (৩৫)। তিনি অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাঁকে সাপে কামড় দেয়। পরে কবিরাজের খোঁজাখুঁজি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত স্বপনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে সাপে কামড়ায়। পরে স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, এব্যাপারে আমি অবগত নই।’ 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল