হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে গৃহবধূকে ধর্ষণ: ছাত্রলীগ নেতার দুই সহযোগীর জামিন নামঞ্জুর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূকে ধর্ষণ মামলার দুই আসামি সাইদুল মিয়া ও শাহেদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম সউদ হোসেন আজ রোববার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তাঁরা প্রধান আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার সহযোগী। 

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সাইদুল ও শাহেদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ ছিল জামিনের শেষ দিন। তাঁরা দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী মারিয়াম আক্তার জানান, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বলে মোটরসাইকেল নিতে আসেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেলে ত্রুটির কথা বলে ডেকে নেন। এই ফাঁকে সাইদুল ও শাহেদের সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। 

পরে গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সাকিব মিয়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে রয়েছেন। 

এদিকে আজ রোববার বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের নেতা সাকিব মিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

অন্যদিকে গতকাল শনিবার দুপুরে মামলার বাদী ভুক্তভোগী নারীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এ সময় বক্তারা দাবি করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামি সাকিব মিয়া মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল