হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার ও হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করা হয়।   

থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সম্রাট, ফিরোজ ও আরিফ সাটুরিয়া হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করেন। পথে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর স্থানে এলে রাত ১১টার দিকে তাঁকে জিম্মি করে অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। পরে তাহের আলী বুধবার রাতেই থানায় একটি অভিযোগ করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় দীর্ঘ দিন যাবৎ চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি