হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ: তিন কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

ফারুকুজ্জামান বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। টিয়ারগ্যাস মারতে হয়েছে। তারা পুলিশ বক্স, গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পদ ও জানমালে ক্ষতি করায় মামলা করা হয়েছ।’

মামলায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে এসি শরিফ বলেন, ‘এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। তবে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছবি দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিন পরপর কলেজের শিক্ষার্থীদের এমন সংঘর্ষ বন্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে আমরা কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসব। এরপর ধারাবাহিকভাবে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সভা করব।’

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের