হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, অপরাজেয় বাংলা হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ মিছিলে এই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই ধর্ষণ-নিপীড়নের মতো নানা ঘটনা দেখতে পাই। দীর্ঘসময় ধরে অনলাইন-অফলাইনে এসবের প্রতিবাদ করে আসছি। কিন্তু এত দিনে আমাদের রক্তের বিনিময়ে গঠন করা সরকারের টনক নড়েনি। তারা এসব বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।’

সামির উদ্দিন চৌধুরী বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে পুরো দেশ সোচ্চার হয়েছে। সবার মধ্যে নিরাপত্তাহীনতা, শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

এ সময় তিন দফা দাবি উত্থাপন করে সামির উদ্দিন বলেন, ‘অতি দ্রুত বিচারের মাধ্যমে সব ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে; বিচারে গড়িমসি কিংবা ধর্ষকদের দয়া দেখানো যাবে না। নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ করতে আইন প্রণয়ন, প্রয়োগসহ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া দেশব্যাপী নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অতি দ্রুত দৃশ্যমান সাফল্য দেখাতে হবে।’

রাজু ভাস্কর্যের আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বহ্নিশিখা ঠাকুর এবং মো. ইকরামুল ইসলাম।

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২