হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, অপরাজেয় বাংলা হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ মিছিলে এই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই ধর্ষণ-নিপীড়নের মতো নানা ঘটনা দেখতে পাই। দীর্ঘসময় ধরে অনলাইন-অফলাইনে এসবের প্রতিবাদ করে আসছি। কিন্তু এত দিনে আমাদের রক্তের বিনিময়ে গঠন করা সরকারের টনক নড়েনি। তারা এসব বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।’

সামির উদ্দিন চৌধুরী বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে পুরো দেশ সোচ্চার হয়েছে। সবার মধ্যে নিরাপত্তাহীনতা, শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

এ সময় তিন দফা দাবি উত্থাপন করে সামির উদ্দিন বলেন, ‘অতি দ্রুত বিচারের মাধ্যমে সব ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে; বিচারে গড়িমসি কিংবা ধর্ষকদের দয়া দেখানো যাবে না। নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ করতে আইন প্রণয়ন, প্রয়োগসহ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া দেশব্যাপী নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অতি দ্রুত দৃশ্যমান সাফল্য দেখাতে হবে।’

রাজু ভাস্কর্যের আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বহ্নিশিখা ঠাকুর এবং মো. ইকরামুল ইসলাম।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার