হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ১৫৩ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা এক মামলায় ১৫৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিএনপির নেতা-কর্মীরা বুধবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।

ব্যারিস্টার কায়সার কামাল আজকের পত্রিকাকে বলেন, পুলিশের করা মামলায় ৩১৩ জনের মধ্যে ১৫৩ জন আগাম জামিন নিয়েছেন। বাকিদের বিষয়ে আগামী রোববার শুনানি হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন-কর্মী নিহতের ঘটনায় বিচারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিক্ষোভের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পরদিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত হাজারজনকে আসামি করা হয়।

একটি মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাইনউদ্দিন, যাতে সরকারি অস্ত্র-গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়।

অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ এনে মামলা করেন স্থানীয় শ্রমিক লীগের নেতা আবদুল মালেক।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল