সরকারি দপ্তরে শুদ্ধাচার চর্চার পুরস্কার-২০২৩ পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রধানদের ক্যাটাগরিতে এ বছর শুদ্ধাচার পুরস্কার-২০২৩ পেয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন মহাপরিচালক। এছাড়াও অধিদপ্তরের পক্ষ থেকে তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম হওয়ার পুরস্কারও গ্রহণ করেন।