হোম > সারা দেশ > ঢাকা

অনেকের চেয়ে ভালো আছি, নিত্যপণ্যের দাম কমছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আস্তে আস্তে নিত্যপণ্যের দাম কমছে। দাম আরও কমবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

কাদের বলেন, ‘নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আস্তে আস্তে আরও কমবে। এই ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়। ফ্রান্স, জার্মানির কী অবস্থা! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও পণ্যের মূল্য বেড়েছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।’ 

সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কত লোক মারা যায় তা একটু খবর নিন। মঙ্গলবার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেল। এটা নিয়ে কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ফেটে হয়েছে, এটা হতেই পারে। এ রকম অ্যাকসিডেন্ট হতেই পারে।’ 

এই সরকারের আমলে সেতু মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো মেগা প্রজেক্ট উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন কাদের। 

সাফল্য বেশি এ কারণে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে উল্লেখ করে কাদের বলেন, ‘যেখানে সাফল্য বেশি, সেটাকে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে। সৌদিতে দুর্ঘটনায় ২০ জন মারা যাওয়ায় সেখানে কেউ কিছু বলেছে বলে শুনিনি। ভারতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। অ্যাকসিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার করা সঠিক নয়।’ 

আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু