হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। চলতি মাসে করোনা টিকার প্রথম ডোজ শেষ করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে জন্য টিকা নেওয়ার শর্ত শিথিল করে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনতে কাছ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলতি মাসে শেষ হবে। এ জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলার সবকটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে তিনটি করে দল কাজ করছে। ১২ বছরের বেশি যারা এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি, তাদের টিকা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নিবন্ধন কিংবা এসএমএস বিবেচনা করা হচ্ছে না। যারা নিবন্ধন করেননি বা এসএমএস পাননি কিংবা কোনো কিছুই করেননি তাদেরও টিকা দেওয়া হচ্ছে। 

পুরো উপজেলার দুই লাখ সাত হাজার মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। সেখানে এখন পর্যন্ত এক লাখ ৫৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ নিশ্চিত করার কথা থাকলেও সেখানে শতকরা হার রয়েছে ৫১। কাজেই আগামী কয়েক দিনে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। 

হাসান ফারুক নামের একজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘আজ চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের ৫০ জনকে করোনার প্রথম ডোজ টিকা দিয়েছি। এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আরও দুটি দল রয়েছে। তারাও একই দিনে অন্য গ্রামে টিকাদান কার্যক্রম করেছে। এটি অব্যাহত থাকবে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রেজাউল কবির কাওসার বলেন, করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে বিনামূল্যে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। চলতি মাসে প্রথম ডোজ দেওয়া শেষ হবে। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা প্রথম ডোজের টিকা নেননি তাদের টিকা দেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি গণ টিকা কার্যক্রমের মাধ্যমে শেষ হবে প্রথম ডোজ কার্যক্রম।’ 

এ সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন