হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা আজ রোববার বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দিলেও তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুসুকার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করলেও পরে তাঁরা কাজে যোগ দেন। শ্রমিকেরা বেলা ২টা থেকে আবারও একই দাবিতে কর্মবিরতি শুরু করে। বিকেল ৫টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকেরা সবাই বাসায় চলে যান। তারপরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানা গেটে একটি নোটিশ দেয়।

শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকার স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করা, বকেয়া যা পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকেরা যে দাবি করেছিলেন, তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। আজ (রোববার) কারখানা খোলা রাখা হয়েছিল। তবু তাঁরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। যদি কোনো সংশোধন থাকে, তবু আমরা সেটা আলোচনা করে সমাধান করব বলে নোটিশে জানিয়ে দিয়েছি। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আজও শ্রমিকেরা গেট ও অন্যান্য জায়গায় তালা ঝুলিয়ে দিয়েছেন। আমাদের প্রবেশ করতে দিচ্ছেন না।

গাজীপুরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল