হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিরবের বন্ধু মো. সায়মন জানায়, তাদের বাসা পুরান ঢাকার ঠাটারীবাজার এলাকায়। নিরবসহ তারা চার বন্ধু বৃষ্টিতে ভিজতে বের হয়। ভিজতে ভিজতে তারা গুলিস্তান নাট্যমঞ্চের পুকুরের সামনে আসে। বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও নিরব একাই পুকুরের পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর নিরব পুকুরের পানিতে তলিয়ে যায়। এরপর লোকজনের সহায়তায় নিরবকে উদ্ধার করা হয় এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরবের বোন সিনথিয়া আক্তার জানান, তাঁদের বাসা পুরান ঢাকার ঠাটারীবাজারের বিসিসি রোডে। তাঁর বাবা এনায়েত হোসেন দুই মাস আগে মারা যান। গুলিস্তানে তাঁর বাবা ফুটপাতে ঘড়ির ব্যবসা করতেন। বাবা মারা যাওয়ার পর নিরব সেই ব্যবসা দেখাশোনা করত। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে নিরব ছিল সবার ছোট। তিনি জানান, আজ দুপুরে বৃষ্টির সময় বন্ধুদের সঙ্গে ভিজতে বের হয়েছিল নিরব। এরপর তিনি জানতে পারেন যে সে গুলিস্তানে পুকুরের পানিতে ডুবে গেছে এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে তিনি নিরবের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তান এলাকা থেকে বন্ধুরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছে, নিরব গুলিস্তানের পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে