হোম > সারা দেশ > রাজবাড়ী

সংসদ সদস্যকে শোক দিবসের অনুষ্ঠানে ঢুকতে দেয়নি উপজেলা আওয়ামী লীগ

প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আয়োজনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য-৪০ (রাজবাড়ী) অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেনকে ঢুকতে দেওয়া হয়নি। এই অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গেলেও নেতা-কর্মীদের বাধার মুখে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। 

এমপির অভিযোগ, 'আমি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণের জন্য দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে নেতা–কর্মীরা বাঁধা দেন। তারা বলেন, আপনি ত্যাগী আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান থেকে এসেছেন। আপনাকে ঢুকতে দেওয়া হবে না। পরেও আমাকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢুকতে দেওয়া হয়নি। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। পাংশায় সংবাদ সম্মেলন করে আমি এর প্রতিবাদ জানাব। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে আমি বিষয়টি অবহিত করেছি, তিনি এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।' 

জানা যায়, রাজবাড়ীর পাংশায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা–কর্মীরা পৃথক ভাবে শোক দিবস পালন করেছে। এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলায় এ পৃথক আয়োজন। ১৫ই আগস্ট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসার আগে বিকেল ৩টায় পাংশা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা–কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন। এই কারণেই তাঁকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেয়নি বর্তমান নেতা–কর্মীরা। 

এ বিষয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে প্রবেশের সময় কে বা কাহারা দরজার সামনে থেকে বলেছে, 'আপনি ত্যাগী আওয়ামী লীগের অনুষ্ঠান থেকে এসেছেন। আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। পরে সেখান থেকে তিনি চলে যান।' 

এ বিষয়ে জানতে সাংগঠনিক ব্যবস্থা কেমন হবে তা জানতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তিনি ফোন রিসিভ করেনি। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার