হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ কিশোরী নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)। 

নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। 

স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে নামে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন