হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ কিশোরী নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)। 

নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। 

স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে নামে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব