হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত ওই গৃহবধূর নাম ছমিরন নেছা (২৫)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সন্নাষীভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে। ছমিরন স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন। 

ঘটনা পর থেকেই মৃতের স্বামী ফজলুর রহমান ফরহাদ পলাতক রয়েছেন। ফজলুর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের তারা মিয়ার ছেলে। 

এ দম্পতি টঙ্গীর গাজীপুরা এলাকার গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার আলী আকবর মিয়ার ভাড়া বাড়িতে থাকতেন। 
 
পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায়ই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পর দিন বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হওয়ায় কেউ কাজে যোগ দেয়নি। পাশের ভাড়াটিয়ারা দুপুরে তাদের ঘর থেকে সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ছমিরনের মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ছমিরনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ