হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতর বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে সহকর্মী আক্তার হোসেন জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বাবার নাম মোখলেসুর রহমান। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গত এক মাসে যাবত মিরপুরে ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে আসছিলেন তাঁরা। বর্তমানে সেখানেই থাকতেন তাঁরা। 

তিনি আরও জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নির্মানাধীন ভবনের নিচ তলার ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিলেন জাহিদ। অন্ধকার ফ্লোরে বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন