হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহেল ব্যাপারী (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

সোহেল ব্যাপারীকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী তাজুল ইসলাম জানান, তাঁরা স্টাফ কোয়ার্টার হাজীনগর এলাকায় একটি পাঁচতলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করেন। গত চার দিন হলো সোহেল সহযোগী হিসেবে সেখানে কাজে যোগ দিয়েছেন। আজ সকাল ৮টার দিকে তিনি কাজে আসেন। ভবনের চারতলায় কাজ করার সময় সেখান থেকে অসুস্থতার কারণে মাথা ঘুরে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেলের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। বাবার নাম আনোয়ার হোসেন। বর্তমানে ডেমরার বামৈল এলাকায় স্ত্রী দিনা আক্তার ও এক ছেলেকে নিয়ে থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে ডেমরা এলাকায় ভবন থেকে পড়ে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১