বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনকে। আজ রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালের ৮ অক্টোবর সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীকে সভাপতি ও কায়সার কামালকে মহাসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি ঘোষণা করা হয়।
গত ২ মে এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।