ঢাকা মহানগরীর খিলগাঁও, রামপুরা ও বনশ্রীসহ আশপাশ এলাকায় পথচারী, রিকশা আরোহী ও সিএনজির যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনতাই হচ্ছে বলে অভিযোগ পায় র্যাব। পরে গতকাল রাত ১২টায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তারকৃতরা হলেন রিফাত (২০), দিপু (১৯), শান্ত সিদ্দিক (২২) ও পারভেজ (১৯)। তাঁদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুর ২টার দিকে র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তারানা হক জানান, রাজধানীর খিলগাঁও এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলকারী পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও জখম করে মোবাইল ফোন, টাকাপয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিত।